রাসূল (সা.) শিখিয়েছেন ঋণ থেকে মুক্তির দোয়া
জীবনের প্রয়োজনে মানুষ বিভিন্ন সময়ে ধার বা ঋণ নেয়। কিন্তু অনেক সময় সেই ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়ে। ইসলামে ঋণ থেকে মুক্তি পেতে দোয়া ও চেষ্টা করার তাগিদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে বাঁচতে ও তা সহজে পরিশোধ করতে দোয়া করতে বলেছেন।
আলী (রা.) থেকে বর্ণিত আছে, একজন চুক্তিবদ্ধ দাস তার নিকট এসে বলল, “আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অক্ষম হয়ে পড়েছি। আমাকে সাহায্য করুন।” তখন আলী (রা.) বললেন, “আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রাসূলুল্লাহ (সা.) শিখিয়েছেন? যদি তোমার ওপর সীর (সাবীর) পর্বত পরিমাণ ঋণও থাকে, তবে আল্লাহ তা’আলা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন।”
তিনি বলেন, “তুমি বল—
اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ”
উচ্চারণ : ‘আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’
অর্থ : হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করুন ও হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন।
Comments
Post a Comment