মোবাইলে যেভাবে দেখবেন এশিয়া কাপে বাংলাদেশের খেলা

 



আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টায় হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে শুভ সূচনা করতে চাইবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।


পরিসংখ্যান অনুযায়ী, টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ-হংকং মুখোমুখি হয়েছে একবার। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ওই ম্যাচে হংকংকে ২ উইকেটে হারিয়ে হয়েছিল টাইগাররা। সেই পরাজয় এবার বাংলাদেশের জন্য প্রতিশোধ নেওয়ার সুযোগ হয়ে দাঁড়িয়েছে।


বাংলাদেশের খেলার ক্ষেত্রে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনকে। বোলিংয়ে দুই স্পিনার এবং তিন পেসার দিয়ে শক্তিশালী দল সাজানোর সম্ভাবনা বেশি। স্পিনার হিসেবে মাহেদী হাসান ও রিশাদ হোসেন এবং পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান খেলতে পারেন।


ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, এছাড়া অনলাইনে টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস), টফি লাইভ ডট কম, এবং স্মার্ট টিভির মাধ্যমে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) খেলা দেখা যাবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩