হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাখ টাকা আয়ের উপায়
হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাখ টাকা আয়ের উপায়
বিশ্বজুড়ে ১৫০টি দেশে একযোগে চালু হয়েছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘চ্যানেল’। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। মেটার (Meta) তৈরি এই নতুন মাধ্যম শুধু ব্যবহারকারীদের তথ্য পৌঁছে দেবে না, বরং চাইলে এখান থেকে আয়ও করা যাবে লাখ টাকায়। ব্যক্তিগত ব্র্যান্ড গড়ে তুলে আগ্রহীদের একত্রিত করে তৈরি করা সম্ভব একটি শক্তিশালী কমিউনিটি।
হোয়াটসঅ্যাপ চ্যানেল কী?
হোয়াটসঅ্যাপ চ্যানেল হলো একমুখী ব্রডকাস্টিং সিস্টেম, যেখানে অ্যাডমিনরা তাদের সাবস্ক্রাইবারদের কাছে আপডেট, তথ্য, ছবি, ভিডিও কিংবা লিঙ্ক শেয়ার করতে পারবেন। এটি টেলিগ্রামের চ্যানেল সিস্টেমের মতো হলেও হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ও ব্যক্তিগত যোগাযোগের সুবিধা এতে নতুন মাত্রা যোগ করেছে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহার করে আয় করার উপায়
১. ডিজিটাল প্রোডাক্ট ও মার্চেন্ডাইজ বিক্রি – ই-বুক, কোর্স, গ্রাফিক্স টেমপ্লেট কিংবা নিজস্ব মার্চেন্ডাইজ চ্যানেলের মাধ্যমে প্রমোট ও বিক্রি করা যাবে।
২. অ্যাফিলিয়েট মার্কেটিং – বিভিন্ন অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে কমিশন উপার্জন সম্ভব।
৩. ফ্রিল্যান্স সার্ভিস প্রমোশন – গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, প্রোগ্রামিংসহ নানা সেবা প্রচার করে ক্লায়েন্ট আকর্ষণ করা যাবে।
৪. অনলাইন ওয়ার্কশপ ও কোচিং – রান্না, ফটোগ্রাফি বা ভিডিও এডিটিংয়ের মতো দক্ষতা নিয়ে অনলাইন কোর্স বা কোচিং চালু করা যাবে। চাইলে হোয়াটসঅ্যাপ ভিডিও/অডিও কলের মাধ্যমেও ওয়ান-অন-ওয়ান কোচিং দেওয়া সম্ভব
হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন
২. নিচে থাকা ‘Updates’ ট্যাবে যান
৩. উপরের ‘+’ আইকনে ক্লিক করুন
৪. ‘New Channel’ অপশন সিলেক্ট করুন
৫. ‘Get Started’ বাটনে ট্যাপ করুন
৬. নাম ও অন্যান্য সেটিংস কাস্টমাইজ করুন
৭. আপনার চ্যানেল তৈরি হয়ে যাবে।
কোন কোন প্ল্যাটফর্মে পাওয়া যাবে?
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট Gizmochina জানিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপ ভার্সনে ব্যবহার করা যাচ্ছে। তবে ফিচারটি ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে।
Comments
Post a Comment