আজল কী? সহবাসের সময় আজল পদ্ধতি ব্যবহার, ইসলামি হুকুম কি?
স্ত্রী সঙ্গমের সময় শেষ মুহূর্তে যোনীর ভেতরে বীর্যপাত না করে বাইরে বীর্য স্খলন আজল বলা হয়, যা ইংরেজিতে পুল আউট (pull out) / উইথড্রয়াল মেথড (withdrawal method) নামে পরিচিত।
এক্ষেত্রে কোন রকম বাড়তি পদ্ধতি যেমন কনডম, পিল, ইনজেকশন ইত্যাদি ব্যবহার করা হয়না।
আজল করার সুবিধা
আজল পদ্ধতির বেশ কিছু সুবিধা রয়েছে, যেমনঃ
এটি অর্থ সাশ্রয়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
এই পদ্ধতিতে কোন রকম কেমিক্যাল জাতীয় বস্তু ব্যাবহার করতে হয় না। অনেকেই একান্ত মুহূর্তে বাড়তি কোন কিছু পছন্দ করেন না।
সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে জন্মনিয়ন্ত্রণের সুবিধা পাওয়া যায়, যদিও এটির সাফল্য নিশ্চিত করে বলা যায় না।
আজল পদ্ধতির অসুবিধা
প্রিম্যাচুরড ইজাকুলেশন
যেহেতু আজল পদ্ধতিতে একটা নিয়ম থাকে যে সঠিক সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, তাই সহবাস নিজস্ব গতিতে আগায় না। আবার কখনো কখনো সময়ের আগেই বীর্যপাত হয়ে যেতে পারে। বীর্যপাতের উপর পুরুষের নিয়ন্ত্রন না থাকলে এটা কাজ করবে না।
পরিপূর্ণ শারীরিক তৃপ্তি না পাওয়া
শারীরিক সম্পর্কের স্বাভাবিক যে নিয়ম ও তৃপ্তি, আজলে সেটি বেশ খানিকটা অনুপস্থিত। বীর্যপাতের দিকে নজর রাখতে গিয়ে দুজনেই দুশ্চিন্তায় ভুগতে পারেন, যেটা সহবাসের উদ্দেশ্যকে ব্যাহত করে।
সঠিক সময়ে নিয়ন্ত্রণ না রাখতে পারা
যৌন সম্পর্ক স্বাভাবিকভাবেই বেশ স্পর্শকাতর বিষয়। এখানে খুব বেশি নিয়ন্ত্রণ করা যায়না। আজলে নিয়ন্ত্রণ রাখা বাধ্যতামূলক। তবে প্রায়ই সঠিক সময়ে নিয়ন্ত্রণ থাকে না ও স্ত্রী যোনীর মাঝেই বীর্যপাত হয়, যার ফলে জন্মনিয়ন্ত্রণের প্রচেষ্টা বাধাগ্রস্থ হয়।
নারীর শারীরিক তৃপ্তিতে বিঘ্ন
নারী ও পুরুষের শারীরিক আনন্দের ধরনে কিছুটা ভিন্নতা ও বৈচিত্র্য রয়েছে। আজলের ফলে পুরুষের আনন্দ নিশ্চিত হলেও নারীর আনন্দ বেশীরভাগ ক্ষেত্রেই অধরা থেকে যায়, যা নিয়ে নারীরা লজ্জা বা জড়তায় স্বামীকে এ ব্যাপারে জানান না। এর ফলে অনেক স্ত্রী শারীরিক ও মানসিক অসুবিধায় ভোগেন এবং এ থেকে দীর্ঘস্থায়ী শারীরিক ও দাম্পত্য সমস্যাও তৈরি হয়
Comments
Post a Comment