লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

 





“ইচ্ছা থাকলেও লিঙ্গ শক্ত হয় না? জেনে নিন ৫টি কারণ যা অনেকেই জানেন না!”


1. মানসিক চাপ ও উদ্বেগ – অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা মস্তিষ্কের সংকেত ব্যাহত করে, ফলে উত্তেজনা ঠিকভাবে কাজ করে না।


2. ঘুমের অভাব – পর্যাপ্ত ঘুম না হলে শরীরে টেস্টোস্টেরন কমে যায়, যা যৌন শক্তি দুর্বল করে।


3. ধূমপান ও মদ্যপান – এগুলো রক্তনালীর ক্ষতি করে, ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহ হয় না।


4. শারীরিক দুর্বলতা ও অপুষ্টি – শরীর দুর্বল থাকলে উত্তেজনা ধরে রাখা কঠিন হয়।


5. হরমোনের ভারসাম্যহীনতা – টেস্টোস্টেরন বা অন্যান্য হরমোনের অসামঞ্জস্য যৌন সক্ষমতা কমিয়ে দেয়।


সমাধান: জীবনযাপন পাল্টালে প্রায় ৯০% মানুষ স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়।

সুস্থ খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তিই হলো মূল চাবিকাঠি।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

বাথরুমে ওজু বা নামাজ পড়া যাবে?

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,