হঠাৎ হাসপাতালে মালাইকা অরোরা
বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে মাতিয়ে দিলেন মালাইকা অরোরা। গানের সঙ্গে ঠোঁট মেলানো, অসাধারণ নাচ- এক কথায়, এক দম চমক লাগানো পারফরম্যান্স! কিন্তু কনসার্ট শেষ হতে না হতেই, অভিনেত্রীকে হাসপাতালে দেখতে পাওয়া যায়। গাড়ির সামনে দাঁড়িয়ে মাস্ক পরা অবস্থায় দেখা গিয়েছে তাকে, যা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ভক্তদের মধ্যে।
আশ্চর্যের ব্যাপার, কনসার্টের পর এত ভালো শারীরিক অবস্থায় থাকা সত্ত্বেও হঠাৎ কী ঘটলো মালাইকার? কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা, কিন্তু পুরো বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি অভিনেত্রী।
কেন হাসপাতালে ভর্তি হতে হলো মালাইকাকে? এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কেমন? নেটিজেনদের একাংশ মনে করছেন, হয়তো কোনো স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন তিনি। তবে আরেকপক্ষে প্রশ্ন উঠছে, খুব বেশি নাচানাচি করে কি অসুস্থ হয়ে পড়েছেন মালাইকা?
এখনো পর্যন্ত এসব নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মালাইকার সুস্থতা কামনাকরেছেন।

Comments
Post a Comment