বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
ঝালকাঠিতে ৫ শতাধিক সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা জনসাধারণকে অবহিত করতে এ আয়োজন করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় কৃত্তীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপলের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি বাবু চন্দন পোদ্দার, পৌর বিএনপির সহসভাপতি বিষ্ণু পদ ধর, জেলা তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন সব ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি সবার অধিকার রক্ষায় সমান গুরুত্ব দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও মেরামতের ৩১ দফায় সব ধর্ম, বর্ণ গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্টভাবে রেইনবো ন্যাশনের কথা উল্লেখ করেছেন।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ সবার অধিকার যাতে নিশ্চিত থাকে সে জন্য আমাদের কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি, সমতল, ধর্ম, বর্ণ-গোত্রের সব বাংলাদেশি হিসেবে সবার মর্যাদা সমুন্নত থাকবে এবং সবাই মিলেমিশে আমরা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখব।
Comments
Post a Comment