ঘুমানোর আগে যে আমলগুলো শয়তানের ক্ষতি থেকে রক্ষা করে
ঘুম আল্লাহর পক্ষ থেকে একটি মহৎ নেয়ামত। দৈনন্দিন কাজকর্ম ও শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ঘুম খুবই গুরুত্বপূর্ণ। ইসলামিক শিক্ষায় ঘুমানোর আগে কিছু বিশেষ আমল ও দোয়া শয়তানের ক্ষতি থেকে মুক্তি দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করে।
নবী মুহাম্মদ (সা.)-এর নির্দেশ অনুযায়ী ঘুমানোর আগে করা কিছু গুরুত্বপূর্ণ আমল হলো:
১. দোয়া পড়া:
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। (আবু দাউদ, হাদিস: ৪৮৫৬)
ছোট দোয়াঃ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া” অর্থাৎ, “হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব।
২. সুরা ইখলাস, ফালাক ও নাস পড়ে শরীরে ফুঁ দেওয়া:
আয়েশা (রা.) বর্ণনা করেন, নবী (সা.) ঘুমানোর আগে দুই হাত একত্র করে এই তিনটি সুরা পড়ে ফুঁ দিতেন এবং মাথা ও দেহে তিনবার হাত বোলাতেন। (বুখারি, হাদিস: ৫০১৭)
৩. আয়াতুল কুরসি পড়া:
নবী (সা.) বলেছেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে এবং শয়তান রাতে কাছে আসতে পারবে না। (বুখারি, হাদিস: ২৩১১)
৪. সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া:
এ দুই আয়াত পড়লে রাতের জন্য নিরাপত্তা নিশ্চিত হয়। নবী (সা.) বলেন, এটি যথেষ্ট। (বুখারি, হাদিস: ৫০৪০)
৫. সুরা মুলক পড়া:
রাসুল (সা.) বলেছেন, কোরআনের ৩০ আয়াতবিশিষ্ট সুরা মুলক পড়লে মাফ ও রক্ষা পাওয়া যায়। (তিরমিজি, হাদিস: ২৮৯১)
নবী (সা.) প্রতিরাতে ঘুমানোর আগে এই আমলগুলো নিয়মিত পালন করতেন। এটি শয়তানের ক্ষতি থেকে মুক্তি ও রাতের নিরাপত্তা নিশ্চিত করে।
Comments
Post a Comment