তাহাজ্জুদ নামাজের সঠিক সময় কখন হয়
ইসলামে তাহাজ্জুদ নামাজ এমন এক ইবাদত, যা আল্লাহর নিকটত্ব লাভের বিশেষ মাধ্যম। তাহাজ্জুদ নামাজ ফরজ নয়, তবে আল্লাহর প্রিয় বান্দারা নিয়মিত এই নামাজ আদায় করতেন।
তাহাজ্জুদ এমন এক সময়ের নামাজ, যখন দুনিয়া থাকে নিস্তব্ধ, আর মুমিন আল্লাহর সঙ্গে একান্তে কথা বলেন। এই নামাজের সময়, ফজিলত ও আদব কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।
কোরআনে তাহাজ্জুদের গুরুত্ব
“তাহাজ্জুদ” শব্দটি এসেছে আরবি “হুজুদ” মূল থেকে, যার অর্থ ঘুম থেকে জেগে ওঠা। অর্থাৎ, তাহাজ্জুদ নামাজ হলো সেই নামাজ, যা মানুষ ঘুমানোর পর আল্লাহর ইবাদতের জন্য জেগে উঠে পড়ে।
তাদের পার্শ্ব বিছানা থেকে বিচ্ছিন্ন থাকে, তারা তাদের প্রতিপালককে ভয় ও আশা নিয়ে ডাকে।
সুরা সাজদা, আয়াত: ১৬
আল্লাহ তাআলা বলেন, “রাতের একাংশে জেগে তোমার জন্য বিশেষ ইবাদত করো; এতে তোমার প্রভু তোমাকে প্রশংসিত এক স্থানে (মাকাম মাহমুদ) প্রতিষ্ঠিত করবেন।” (সুরা ইসরা, আয়াত: ৭৯)
আরেক স্থানে বলেন, “তাদের পার্শ্ব বিছানা থেকে বিচ্ছিন্ন থাকে, তারা তাদের প্রতিপালককে ভয় ও আশা নিয়ে ডাকে।” (সুরা সাজদা, আয়াত: ১৬)
ইবনে কাসির এ আয়াতের তাফসিরে বলেন, এখানে “বিছানা থেকে বিচ্ছিন্ন থাকা” দ্বারা বোঝানো হয়েছে—রাতের গভীরে ঘুম ত্যাগ করে নামাজ পড়া। (তাফসিরুল কুরআনিল আজিম, ৩/৪৭৮, দারুস সালাম,১৯৯৯)
Comments
Post a Comment