নাটোরে হাসিনার যাবজ্জীবন
নাটোরে মাদক আইনের মামলায় মোছা. হাসিনা খাতুন (৩৯) নামে এক নারীকে যাবজ্জীবন ও হেলাল উদ্দিন (৩২) নামে অপরজনকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে হাসিনা ও হেলাল উদ্দিন প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় আসামির উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচার রেজাউল করিম।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাসিনা খাতুন জেলার লালপুর উপজেলার মোহরকয়া পূর্বপাড়া এলাকার শওকত থান্দারের স্ত্রী ও হেলাল উদ্দিন একই এলাকার নছির উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ জুন বিকালে লালপুর উপজেলার মোহরকয়া এলাকার শওকত থান্দারের বাড়ির আঙিনা থেকে হেরোইন ক্রয় ও বিক্রয় করার সময় হাসিনা খাতুন ও হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশি করে হাসিনার কোমরে রাখা সাদা পলিথিন থেকে ৩০ গ্রাম হেরোইন ও হেলাল উদ্দিনের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করে।
নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় হাসিনা খাতুনকে যাবজ্জীবন ও হেলাল উদ্দিনকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
Comments
Post a Comment