সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডে কর্মচারীর মৃত্যু
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত ১৯৪ জন পর্যটকের কোনও ক্ষতি হয়নি।
নিহত নুর কামাল (৩৫) ওই জাহাজের কর্মচারী ছিলেন। আগুন লাগার সময় জাহাজের একটি কক্ষে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছেশনিবার সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের জন্য ঘাটে নোঙর করার সময় জাহাজটিতে হঠাৎ আগুন লেগে যায়।
বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো অগ্নিনির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ডসহ প্রশাসনের স্বেচ্ছাসেবক টিম।।কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাহাজের এক কর্মচারীর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Comments
Post a Comment