চট্টগ্রাম-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

 



চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এই আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার। এর আগে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল দলটি।


রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম আকবর খোন্দকারের ছেলে তারেক আকবর খোন্দকার।


তিনি বলেন, ‘আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। চট্টগ্রাম-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমার বাবা গোলাম আকবর খোন্দকারকে মনোনয়ন দিয়েছেন।’

এ ছাড়া গোলাম আকবর খোন্দকার সাংবাদিকদের জানিয়েছেন, ‘রবিবার বিকেলেই দলীয় মনোনয়ন হাতে পেয়েছি। আমি খুবই আনন্দিত।


এর আগে গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলেন।


এর আগে গত শনিবার চট্টগ্রামের দুইটি আসনে চূড়ান্ত মনোনয়ন তালিকায় নতুন দুজনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। প্রাথমিক তালিকায় নাম না থাকলেও দলটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,