এবার এনসিপি থেকে সম্ভাব্য এমপি প্রার্থীর পদত্যাগ




রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরের অস্থিরতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইতোমধ্যে তাসনিম জারাসহ কয়েকজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরসঙ্গে যোগ হয়েছেন এনসিপি থেকে ফেনী-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আবুল কাশেম।


শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একইসঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি। 


‘এই সিদ্ধান্তটি আমি ব্যক্তিগত ও নীতিগত বিবেচনায় গ্রহণ করেছি। সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’


তিনি আরও লিখেছেন, এই সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয় এবং কোনো ধরনের দ্বন্দ্বের ফলও নয়। মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই আমি সঠিক ও দায়িত্বশীল পথ বলে মনে করেছি।


আমি আপনাদেরই একজন। আপনাদের ভাই, বন্ধু এবং এই এলাকারই সন্তান। এতদিন যারা আমাকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন— সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে, অনিচ্ছাকৃতভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ওপর মনঃক্ষুণ্ন হয়ে থাকেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ করছি।’


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,