জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

 



বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসের জন্য দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়


এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমিয়ে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


শনিবার (৩১ মে) নতুন এ দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আগামীকাল (১ জুন) থেকে এটি কার্যকর হবে।


এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা করে (পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের) কমানো হয়। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা।


২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ শুরু করে সরকার। সেই ধারাবাহিকতায় নতুন দাম ঘোষণা করা হয় প্রতি মাসে।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,