জন্ম নিবন্ধনে বয়স ঠিক করতে ৫ হাজার টাকা নেন বৈষম্যবিরোধী নেতা




বগুড়ার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ফাহাদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 


লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলা সদরের শিবপুর গ্রামের আশিক নামের এক যুবকের কাছ থেকে জন্ম নিবন্ধনের বয়স ঠিক করে দেবে বলে ৫ হাজার দাবি করেন। শুধু তাই নয়, এর আগে উপজেলার কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলামের কাছে থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন।

তার একাধিক অপকর্মের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আনান, নাজিমুজ্জামান, জাহিদ, রাজিব, আজম ও মোবারক লিখিত অভিযোগ দায়ের করেন। 


এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার এমন আচরণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেন তারা।


জানতে চাইলে বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আল ফাহাদ জানান, শিক্ষকের কাছে চাঁদা দাবির বিষয়টি মিথ্যা।

তবে জন্ম সনদের কাজের জন্য ১৫০০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু কাজটি না হওয়ায় আশিক নামের ওই যুবককে সম্পন্ন টাকা ফেরত দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা জানান, শিক্ষার্থীরা অভিযোগটি আমার অফিসে দিলেও সেটি এখনো আমি হাতে পাইনি। তবে ঘটনাটি সঠিক হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩