গরু আনতে গিয়ে স্রোতের পানিতে প্রাণ গেল দুই বোন মারিয়া ও সামিয়ার

 



ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের স্রোতে ভেসে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া মাঠে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া (১১) ও সামিয়া (৮)।


স্থানীয় সূত্রে জানা যায়, মারিয়া ও সামিয়া বিকেলে আকাশিয়া মাঠে গরু আনতে গিয়েছিল। ফেরার পথে খালের পাশ দিয়ে হেঁটে আসার সময় আকস্মিক স্রোতে তারা ভেসে যায়।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, নিখোঁজের পর রাতভর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়। শনিবার সকালে গোকর্ণ বেরিবাঁধ এলাকায় তিতাস নদী থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর সামিয়ার মরদেহও একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।


গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান এবং উদ্ধারকাজে সহযোগিতা করেন। পরিবারটির পাশে থাকার জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩