সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে গ্রেপ্তারের খবর কি সত্য?

 



অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ঘটনাটি নিয়ে অনুসন্ধান চালিয়েছে ফ্যাক্টচেক গ্রুপ রিউমর স্ক্যানার। 


অনুসন্ধানে তারা জানতে পেরেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম গ্রেপ্তার হননি; বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত একটি কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। 


এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত দাবিগুলোর পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে একটি ব্লগপোস্টের লিংক দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘sadhinnews247.blogspot.com’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। 


উক্ত লিংকে ‘সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের বাসা থেকে ৩০০ কোটি টাকা জব্দ, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার নাহিদ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তবে, প্রতিবেদন প্রকাশের তারিখ অদৃশ্য এবং প্রকাশক হিসেবে ‘সময় টিভি’ শীর্ষক নাম দেখা যায়।


স্বাভাবিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রেপ্তার হলে মূলধারার গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশীয় কোনো মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রেও নাহিদ ইসলামের গ্রেপ্তার বিষয়ে কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। 


প্রসঙ্গত, সেনাবাহিনী কর্তৃক নাহিদ ইসলামের অ্যাকাউন্ট থেকে ৩০০ কোটি টাকা জব্দ করা হয়েছে শীর্ষক গুজবের বিষয়ে গত ২০ মার্চই বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম। 


উল্লেখ্য, এসব ফ্রি ডোমেইনের ব্লগসাইট আগেও একাধিকবার ভুয়া খবর প্রকাশ করেছে।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩