আগামী চার-পাঁচ দিন একটি ‘ক্রুশিয়াল’ সময়

 



প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী চার-পাঁচ দিন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটি ‘ক্রুশিয়াল’ (খুব গুরুত্বপূর্ণ) সময়। এই কয়েক দিনে বোঝা যাবে সামনে কোথায় যাচ্ছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, নির্বাচন দেরি হবে না।


আজ বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বিএসআরএফের সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ তৈরির বিষয়ে কাজ হচ্ছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘আগামী পাঁচ–ছয়টা দিনে বুঝব যে আমরা সামনে কোথায় যাচ্ছি। কিন্তু একটি বিষয় আপনি নিশ্চিত থাকেন, নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়ে বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।

নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে হবে। পরবর্তী সময়ে লন্ডনে বলা হয়েছে যদি অনেকগুলো সংস্কার হয় এবং বিচারের কাজগুলো এগিয়ে যায়, সে ক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তাঁরা সেই জায়গায় এখনো আছেন। এটি এক দিন দেরি হবে না, যাই হোক না কেন। সনদ বা ঘোষণাপত্র যাই হোক না কেন যেটা, যেভাবেই সনদ গ্রহণ করা হোক না কেন...নির্বাচন তার সময়মতো হয়ে যাবে। এ বিষয়ে অধ্যাপক ইউনূসের দৃঢ় অবস্থান, পুরো উপদেষ্টা পরিষদেরই এখানে দৃঢ় অবস্থান। উপদেষ্টারা তাঁদের পুরোনো কাজে ফিরে যেতে চাচ্ছেন।

খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব। তিনি বলেন, প্রতি নির্বাচনে কিছু না কিছু সহিংসতা হয়, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে সহিংসতাকে একেবারে জিরোতে নামিয়ে আনা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩