বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করলে কী হয়?

 



বজ্রপাত হলে আবহাওয়া প্রতিকূল থাকে বলে অনেকে ওই সময় অনেক কাজ করতে নিষেধ করেন। প্রায়শই বজ্রপাতের সময় ফোন ব্যবহার করতে নিষেধ করা হয়। অনেকে বলেন, আবহাওয়া খারাপ থাকলে এবং বজ্রপাত হলে ফোন ব্যবহার করা উচিত নয়। মনে করা হয়, বজ্রপাতের সময় এটি করলে তবে একাধিক সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে।

এমতাবস্থায় বলা হয়, যখন বজ্রপাত হয় তখন ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহার করা উচিত নয়।

তবে কি ফোন ব্যবহার করা বজ্রপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়? এ ছাড়া প্রশ্ন হলো অনেকেই এটাকে ভুল মনে করেন এবং এই ঘটনাটিকে ভিত্তিহীন বলে মনে করেন, তাহলে এতে সত্যতা কতটুকু? তাহলে আসুন জেনে নেওয়া যাক সত্যিই এমনটা হয় কি না এবং এর নেপথ্যে বিজ্ঞান কী বলছে।

অনেকে বিশ্বাস করেন, মোবাইল ফোন বিদ্যুতকে আকর্ষণ করে এবং যখন বজ্রপাত হয়, তখন ফোন সেই বিদ্যুতকে নিজের দিকে আকর্ষণ করে। এ কারণে ঘরে বজ্রপাত হতে পারে।

এর পেছনের যুক্তি হলো, তরঙ্গের মাধ্যমে মোবাইল ফোনে সিগন্যাল পৌঁছায় এবং এই তরঙ্গ টাওয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছায়। এমন পরিস্থিতিতে, মানুষ বিশ্বাস করে যে ঝড়ের সময় বজ্রপাত আপনার ফোনে পৌঁছাতে পারে এবং ফোন বিস্ফোরণ হতে পারে। পাশাপাশি আপনার বাড়িতেও বজ্রপাত হতে পারে। তাহলে জেনে নেওয়া যাক এর মধ্যে কতটা সত্যতা রয়েছে।

আমরা যদি বৈজ্ঞানিকভাবে দেখি, মোবাইল ফোন সিগন্যালের জন্য রেডিও তরঙ্গ এবং বৈদ্যুতিক চৌম্বক তরঙ্গ ব্যবহার করে। এমন পরিস্থিতিতে, আমরা আপনাকে বলি যে এই তরঙ্গগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ কখনই যায় না, অর্থাৎ এই রেডিও তরঙ্গগুলোর মাধ্যমে বিদ্যুৎ কখনই আপনার ফোনে পৌঁছাতে পারে না। তাই বলা যেতে পারে, বজ্রপাত কখনোই মোবাইল ফোনে পৌঁছাতে পারে না এবং বজ্রপাতের কারণে ফোন ব্যবহার করা উচিত নয়। এটা একটা ভ্রমমাত্র।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩