যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

 



যশোরের মনিরামপুরে আশরাফুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। উপজেলার রাজগঞ্জ বাজারে শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বাজারের হবির চিড়া মিলের সামনে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।


খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আশরাফুল ইসলাম মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি ওই গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশরাফুল ইসলাম রাত ৯টার দিকে আতাউর রহমানের চায়ের দোকানে বসেছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে এসে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরির কয়েকটি আঘাত তার বুকেও লাগে।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক নেমে আসে। দ্রুত বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।


মনিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি। তবে হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য