নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

 



নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


নেত্রকোনা সদর মডেল থানার ওসি কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক। তাদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ওসি কাজী শানেওয়াজ জানান, গতকাল শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন।

এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে আজ রবিবার (৩১ আগস্ট) ভোরে একজনের মৃত্যু হয়। এবং সকালে দিকে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।


ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য