সেপটিক ট্যাংকে মিলল ৩ জনের মরদেহ
মুন্সীগঞ্জে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে তিনজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ।
নিহত শ্রমিকরা হলেন— শাহিন ইসলাম, ইব্রাহিম ও ফিরোজ। এর মধ্যে শাহীনের বাড়ি পঞ্চগড়ে, ফিরোজের বাড়ি রংপুরে এবং ইব্রাহিমের বাড়ি গাইবান্ধায় বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ করছিল দুই নির্মাণ শ্রমিক। এদের মধ্যে একজন সবুজ কাজীর সেপটিক ট্যাংকে নেমে আর না ওঠায় অপরজন পাশের বিল্ডিং থেকে শ্রমিক শাহীনকে ডেকে নিয়ে আসেন। একে একে তিনজন ওই ট্যাংকে নেমে আর ফিরে না আসায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পড়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এখানে এসে উদ্ধারকাজ শুরু করে তিনজনের মরদেহ উদ্ধার করে।
মুন্সীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার মেহফুজ বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে তিনজনের মরদেহ উদ্ধার করি।
তিনি আরও বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Comments
Post a Comment