নামাজরত গৃহবধূকে কুপিয়ে হত্যা

 



পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ রাত ১০টায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।


শনিবার (৩০ আগস্ট) উপজেলার জুনিয়া গ্রামের ওই গৃহবধূর নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ‎ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন।


নিহত আসমা আক্তার উপজেলার জুনিয়া গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।


‎নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের ওপর বসেছিলেন আসমা। কিছুক্ষণ পরে তার ছেলের বউ ওজু করে এসে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।


তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. এনামুল বলেন, মরদেহের সুরতহাল হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তার রহস্য উদঘাটন করা যায়নি। ঘটনার সময় বসতঘরে ওই গৃহবধূ একা নামাজ পড়ছিলেন। সেসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা তার রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।


এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এখনও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যায়নি। 


তিনি আরও বলেন, তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ৩

ঢাকায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১২শ বস্তা চাল উদ্ধার প্রসঙ্গে উপদেষ্টা আসিফের বক্তব্য