সবচেয়ে বেশী আনন্দ পাওয়া টপ ৩ পজিশন
যুগলদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়—এমন টপ ৩ পজিশন নিচে দিলামঃ
১. উইমেন অন টপ (Cowgirl / Reverse Cowgirl)
নারীর নিয়ন্ত্রণ থাকে, সে গতি ও কোণ নিজের মতো ঠিক করতে পারে।
পুরুষও ভিজ্যুয়াল আনন্দ বেশি পায়।
অনেক সময় নারীর অর্গাজম পাওয়ার জন্য এটা সবচেয়ে কার্যকর।
২. ডগি স্টাইল (Doggy Style)
প্রবেশ গভীর হয়, পুরুষের আনন্দ বেশি হয়।
নারীর জন্যও ভিন্নরকম উত্তেজনা তৈরি করে।
চাইলে স্পর্শ বা ক্লিটোরাল স্টিমুলেশন একসাথে করা যায়।
৩. সাইড বাই সাইড (Spooning)
আরামদায়ক, দীর্ঘ সময়ের জন্য ভালো।
ঘনিষ্ঠতা, আদর আর একসাথে রিল্যাক্স করার অনুভূতি বেশি হয়।
বিশেষ করে রাতে, ঘুমের আগে দারুণ উপভোগ্য।
মনে রাখবেন, একেকজনের শরীর একেকরকম—তাই পরীক্ষার মাধ্যমে বোঝা ভালো কোনটা আপনাদের জন্য সবচেয়ে আরামদায়ক।
00:01
Comments
Post a Comment