পুরুষের যে কথা ভেবে স্বপ্নদোষ বা অর্গাজম হয় নারীদের

 



শুধু পুরুষের নয় ৷ নারীদেরও হতে পারে স্বপ্নদোষ। নারীদেরও রাতে ঘুম ভেঙে যায় ৷ অন্তর্বাস, নিম্নাঙ্গের পোশাক তো বটেই ৷ অনেক সময় ভিজে যায় বিছানার চাদরও। কৈশোরেই এমন বিভ্রাট বেশি দেখা দেয়। দেখা দিতে পারে জীবনের পরবর্তী সময়েও ৷ অনেক সময় আদি রসাত্মক স্বপ্নের জেরে পুরুষদের বীর্যপাত হলে তাকে স্বপ্নদোষ বা ইংরেজিতে ‘wet dream’ বলা হয় ৷


বিশেষজ্ঞরা বলেন, নিজের নিয়ন্ত্রণের বাইরে অর্গ্যাজম হয় স্বপ্নদোষে। অনেকেরই ধারণা এটি কেবল পুরুষদেরই হয়, তবে তা একেবারেই ঠিক নয়। সারারাত যৌনতা নিয়ে অতিরিক্ত চিন্তা, পর্নোগ্রাফি বা নীল ছবি বেশি দেখার মতো কারণও দায়ী এ ঘটনার ক্ষেত্রে ৷ সেক্সুয়াল অ্যাক্টিভিটি দীর্ঘদিন না হলেও এ সমস্যা দেখা দেয় ৷ বিছানার সঙ্গে যৌনাঙ্গের ঘর্ষণের জেরেও এমনটা হতে পারে।


ঘন ঘন স্বপ্নদোষ হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,