অনেক মুসল্লিরই এক সাধারণ কিন্তু দুশ্চিন্তাজনক সমস্যা হলো— প্রস্রাব করার পর ভালোভাবে ঢিলা ব্যবহার করেও বারবার মনে হয়, যেন মূত্রফোঁটা বের হয়েছে! বিশেষ করে নামাজের সময় রুকু বা সিজদায় গেলে এই অনুভূতি আরও তীব্র হয়। তখন প্রশ্ন ওঠে— এই অবস্থায় নামাজ হবে কি না? নামাজ ভেঙে যাবে কি? আসুন জেনে নিই ইসলামি শরিয়তের আলোকে এর সুস্পষ্ট সমাধান— ►►করণীয় কী?আপনি যদি উত্তমভাবে পবিত্রতা অর্জনের পরও বারবার এমন সন্দেহ অনুভব করেন, তবে শরিয়তের নির্দেশনা হলো: ওযু করার পর লজ্জাস্থানে কিছু পানি ছিটিয়ে দিন তারপর আর্দ্রতা অনুভব হলেও সেটাকে আপনার ছিটানো পানি মনে করবেন বারবার যাচাই করতে যাবেন না নামাজের সময় মূত্রফোঁটার সন্দেহে ভ্রুক্ষেপ করবেন না হাদিসের দলিল আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন: “যখন এক ব্যক্তি তার এই সমস্যার কথা জানাল, তিনি বললেন— ‘তুমি ওযু করার পর তোমার লজ্জাস্থানে পানি ছিটিয়ে নেবে। অতঃপর যদি আর্দ্রতা অনুভব হয়, তবে সেটাকে তোমার ছিটানো পানির আর্দ্রতা মনে করবে।’” [মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস: ৫৮৩] Countdown Timer 00:01
“ইচ্ছা থাকলেও লিঙ্গ শক্ত হয় না? জেনে নিন ৫টি কারণ যা অনেকেই জানেন না!” 1. মানসিক চাপ ও উদ্বেগ – অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা মস্তিষ্কের সংকেত ব্যাহত করে, ফলে উত্তেজনা ঠিকভাবে কাজ করে না। 2. ঘুমের অভাব – পর্যাপ্ত ঘুম না হলে শরীরে টেস্টোস্টেরন কমে যায়, যা যৌন শক্তি দুর্বল করে। 3. ধূমপান ও মদ্যপান – এগুলো রক্তনালীর ক্ষতি করে, ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্তপ্রবাহ হয় না। 4. শারীরিক দুর্বলতা ও অপুষ্টি – শরীর দুর্বল থাকলে উত্তেজনা ধরে রাখা কঠিন হয়। 5. হরমোনের ভারসাম্যহীনতা – টেস্টোস্টেরন বা অন্যান্য হরমোনের অসামঞ্জস্য যৌন সক্ষমতা কমিয়ে দেয়। সমাধান: জীবনযাপন পাল্টালে প্রায় ৯০% মানুষ স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়। সুস্থ খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তিই হলো মূল চাবিকাঠি। Countdown Timer 00:01
প্রশ্নটি হল, মেয়েরা শারীরিক সম্পর্কের সময় কী করলে বেশি খুশি হয়? এর উত্তরটি হল, এই বিষয়টি পারসন টু পারসন ভ্যারি করে। মেয়েরা শারীরিক সম্পর্কের সময় আসলে কী করলে বা কী কী কাজ করলে বেশি খুশি হয় সেটা প্রত্যেকের ক্ষেত্রে এক রকম না ও হতে পারে। কারণ, একেক মেয়ের যৌন চাহিদা, পছন্দ ও রুচি একেক রকম। প্রত্যেকটা মেয়ের যৌন চাহিদা ও রুচি ভিন্ন ভিন্ন হতে পারে। আর এই বিষয়টা স্বামী বা পুরুষ পার্টনারকেই খুঁজে বের করে নিতে হয়। তারপরও আমি এখানে কিছু বিষয়ের কথা বলছি যেই কাজগুলো শারীরিক সম্পর্কের সময় করলে মেয়েরা বেশি খুশি হয়ে থাকে। (১) প্রথমত, শারীরিক সম্পর্কের সময় বেশ ভাল একটা সময় নিয়ে ফোরপ্লে করুন। হুটহাট তাড়াহুড়ো করে সরাসরি যৌন মিলনে লিপ্ত হবেন না। যৌনক্রীড়া শুরু করার পূর্বে একটা দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে ফোরপ্লে বা শৃঙ্গার করুন। অনেকক্ষণ আপনার সঙ্গীকে জড়িয়ে ধরে রাখুন এবং দীর্ঘ চুম্বনে লিপ্ত হন। আরো পড়ুন কত বার যৌন মিলনে দাম্পত্য সুখের হয় (২) দ্বিতীয়ত, আপনার নারী সঙ্গীর প্রশংসা করুন। শারীরিক সম্পর্কের সময় আপনি আপনার নারী সঙ্গীকে কি প্রবল ভাবে কামনা করছেন সেটি তাকে খুলে বলুন। আপনার নারী সঙ্গীর রূপ ও সৌন...
Comments
Post a Comment