প্রথম সহবাসে রক্ত না আসা মানেই কুমারী নয়

 



1. প্রথম সহ-বাসে র/ক্ত না আসা স্বাভাবিক সব মেয়ের ক্ষেত্রে র/ক্ত*পাত হয় না।


2. হাই'মেন ছিঁ'ড়ে যেতে পারে অন্যান্য কারণে-যেমন: সাইকেল চালানো, খেলাধুলা, ইত্যাদি।


3. হাইমেন = কুমা'রীত্ব নয়- এটি একটি শারীরিক অংশ, নৈতিকতার প্রমাণ নয়।


4. কু'মা'রীত্ব দেখার নির্ভরযোগ্য উপায় নেই-এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণযোগ্য নয়।


5. এই ভুল ধারণা মেয়েদের প্রতি অন্যায় মানসিক ও সামাজিক চাপ সৃষ্টি করে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

বাথরুমে ওজু বা নামাজ পড়া যাবে?