স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার কারণ।
গর্ভবতী মায়ের জন্য মানসিক শান্তি (mental peace) এতটা জরুরি কারণ এটি শুধু তাঁর নিজের নয়, গর্ভের শিশুর শারীরিক ও মানসিক বিকাশের ওপরও গভীর প্রভাব ফেলে।
চলো সহজভাবে দেখি কেন
১. হরমোনের ভারসাম্য ঠিক রাখে
মানসিক চাপ বা উদ্বেগ থাকলে শরীরে কর্টিসল (Cortisol) নামের স্ট্রেস হরমোন বেড়ে যায়।
এটি গর্ভাবস্থার হরমোনের ভারসাম্য নষ্ট করে — ফলে ঘুম, ক্ষুধা, এমনকি গর্ভের শিশুর বৃদ্ধিতেও প্রভাব পড়ে।
২. শিশুর মানসিক বিকাশে প্রভাব ফেলে
মায়ের মানসিক অবস্থা শিশুর মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলে।
শান্ত, সুখী মায়ের শরীরে রক্ত সঞ্চালন ভালো থাকে → শিশুর মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় → শিশুর স্নায়ু ও মানসিক বৃদ্ধি ভালো হয়।
৩. প্রসব (Delivery) সহজ করে
যখন মা মানসিকভাবে স্থির ও আত্মবিশ্বাসী থাকেন, তখন তাঁর দেহ প্রসবের সময় স্বাভাবিকভাবে কাজ করে।
চাপ বা ভয় থাকলে পেশি শক্ত হয়ে যায়, যার ফলে ব্যথা বাড়ে ও প্রসব জটিল হতে পারে।
৪. শিশুর ভবিষ্যৎ স্বভাবেও প্রভাব পড়ে
গবেষণায় দেখা গেছে, মায়ের গর্ভকালীন মানসিক অবস্থা শিশুর পরবর্তী জীবনে তার ঘুম, রাগ, ও মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে।
তাই করণীয়:
পরিবারের সহযোগিতা ও ভালো ব্যবহার
পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার
মন ভালো রাখার কাজ করা (সঙ্গীত শোনা, হালকা হাঁটা, কথা বলা)
প্রয়োজনে চিকিৎসক বা কাউন্সেলরের পরামর্শ
Comments
Post a Comment