জিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন নারী

 



ঘটনাবহুল এ পৃথিবীতে প্রতিদিনই ঘটে অসংখ্য ঘটনা; এর মধ্যে কিছু কিছু ঘটনা ছাড়িয়ে যায় বিশ্বাসের সব মাত্রা। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। থানায় গিয়ে জিনের বিরুদ্ধেই মামলা করে দিয়েছেন এক নারী। তাও আবার যেনতেন অভিযোগ নয়, একেবারে ধর্ষণ মামলা। 


রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা তুলে ধরেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডন’। 


অভিযোগকারী নারীর দাবি, দোষী জিন তার স্বামীর ওপর ভর করে তাকে ধর্ষণ করেছে।   


প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের ভাদর গ্রামে নিজের স্বামীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন ৪০ বছর বয়সী এক নারী। গত বৃহস্পতিবার কাকরালি থানায় করা প্রথম তথ্য বিবরণীতে (এফআইআর) তিনি দাবি করেছেন, অভিযুক্তের ওপর ‘জিন’ ভর করে তাকে এসব কাজে বাধ্য করছে।


এফআইআরের কপিতে দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ৩৭৬ ধারা, অর্থাৎ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে।


এফআইআরে ওই নারী অভিযোগ করেন, তার ১৮ বছর বয়সী স্বামী তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে। তবে তার দাবি, স্বামীর ওপর একটি জিন ভর করে এবং সেই জিনই তাকে এমন কাজ করায়।


তিনি বলেন, ‘আদিল নামে এক জিন আমার প্রেমে পড়েছে।’ অভিযোগ অনুযায়ী, ওই জিন যখন অভিযুক্তের ‘নিয়ন্ত্রণ নেয়’, তখন ওই নারীর সঙ্গে ‘যৌনসম্পর্ক না হওয়া পর্যন্ত সে স্বাভাবিক অবস্থায় ফেরে না।’


ভুক্তভোগীর দাবি, এসব ঘটনায় তার সংসারজীবন ‘ধ্বংস’ হয়ে গেছে। তিনি অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।


পাকিস্তানে জিনের প্রভাবে অপরাধ সংঘটনের অভিযোগ বিরল, তবে একেবারে নতুন নয়। চলতি বছরের সেপ্টেম্বরে লাহোর হাইকোর্ট ছয় বছর ধরে নিখোঁজ থাকা এক নারীর সন্ধান চেয়ে করা আবেদনে পাঞ্জাবের পুলিশপ্রধানকে তলব করেছিল। সেই মামলায় ভুক্তভোগীর শ্বশুরবাড়ির লোকেরা বলেছিল, তাদের বাড়ির বউকে একটি জিন অপহরণ করেছে।


আরটিভি/এসএই

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,