বরিশালে বিএনপির কার্যালয়ে আগুন

 



বরিশালের গৌরনদীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগে ভস্মীভূত হয়েছে চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।  


শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বার্থী ইউনিয়নের রাজাপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এছাহাক অভিযোগ করে জানান, এটি সম্পূর্ণ পরিকল্পিত নাশকতা।  তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 


এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পুরো ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


আরটিভি/কেএইচ


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,