অনেকেই ভাবে— “রোজ রোজ গোসল না করলে কি আর মানুষ থাকা যায়?”
কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা।
আমাদের ত্বকে থাকে প্রাকৃতিক তেল (Natural Oils) আর অসংখ্য ভালো ব্যাকটেরিয়া, যেগুলো ত্বককে নরম রাখে, সংক্রমণ থেকে বাঁচায় এবং প্রতিরোধ ব্যবস্থা ঠিক রাখে।
কিন্তু যখন আমরা প্রতিদিন গোসল করি—
সাবান, গরম পানি আর ঘষামাজায় এই প্রাকৃতিক সুরক্ষা স্তর ধীরে ধীরে উঠে যায়। ফলে:
ত্বক দ্রুত শুকিয়ে যায়
জ্বা*লা-পো*ড়া, খোসাপড়া, র্যাশ দেখা দিতে পারে
সংবেদনশীল ত্বকে সমস্যা আরও বাড়ে
এই কারণে ত্বক বিশেষজ্ঞরা বলেন:
২–৩ দিন পরপর গোসল করা একেবারে স্বাভাবিক।
আর প্রতিদিন গোসল করতে হলে শক্ত সাবান, বেশি গরম পানি আর বেশি ঘষাঘষি এড়িয়ে চলা ভালো।
অর্থাৎ — “প্রতিদিন রিফ্রেশ না হলে মানুষ থাকা যায় না”— এটা শুধু নাটকের ডায়লগ, বাস্তব না। 😄
00:01

Comments
Post a Comment