শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত পিছিয়ে জানুয়ারি ৪ ও ৫
শিক্ষক নেতা মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত পিছিয়ে ৪ ও ৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর আগে তিনি তদন্ত পেছানোর আবেদন জানিয়েছিলেন ডিআইএর কর্তাদের কাছেই।
আজ বুধবার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) এক অফিস আদেশে তদন্তের নতুন সূচির তথ্য জানানো হয়েছেআদেশে বলা হয়েছে, এ অধিদপ্তরের গত ৩০ নভেম্বরের ডিআইএর জারিকৃত অফিস আদেশে ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসা পরিদর্শন ও নিরীক্ষা এবং অভিযোগ তদন্তের জন্য আগামী ৭ ও ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিলো। এই মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলাওয়ার হোসেন বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, শিক্ষার্থী ভর্তিসহ বিভিন্ন কারণে বর্ণিত পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্তের সময় বৃদ্ধির জন্য ৩ ডিসেম্বর এ অধিদপ্তরে লিখিত আবেদন দাখিল করেছেন। এছাড়াও আগামী ১৪ ডিসেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শীতকালীন অবকাশ শুরু হবে বিধায় এই মাদরাসাটি পরিদর্শন ও নিরীক্ষা এবং অভিযোগ তদন্তের জন্য আগামী ৪ ও ৫ জানুয়ারি পুনঃনির্ধারণ করা হলো।
পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্ত দলের সদস্যরা আগামী ৩ জানুয়ারি সংশ্লিষ্ট উপজেলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ এবং আগামী ৬ জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে সংশ্লিষ্ট উপজেলা ত্যাগ করবেন। বর্ণিত পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্তসূচির অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবেএর আগে আজ বুধবার সকালে দেলাওয়ার হোসেন আজিজী দরখাস্ত নিয়ে ডিআইএ কার্যালয়ে এসেছিলেন নিজ হাতে। সেখানে তিনি ডিআইএর কর্তাদের তদন্তের সময় দুইমাস পেছানোর আবেদন করেন তিনি। তদন্ত শুরু হওয়ার কথা ৭ ডিসেম্বর।
আবেদনে আজিজী বলেন, প্রতিষ্ঠানটি ১ম শ্রেণি থেকে কামিল (মাস্টার্স) পর্যন্ত পাঠদান করা হয়। বার্ষিক পরীক্ষা, ছাত্র-ছাত্রী ভর্তি, বৃত্তি পরীক্ষা ও কামিল কামিল পরীক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার কেন্দ্র থাকায় তড়িঘড়ি করে অল্প সময়ের মধ্যে পরিদর্শন ও নিরীক্ষা এবং অভিযোগ তদন্ত কার্য সম্পন্ন করার প্রস্তুতি নেয়া সম্ভব নয়।।।

Comments
Post a Comment