কুমারীত্ব পুনরুদ্ধারের অ'স্ত্রো'প'চার নিয়ে বিশেষজ্ঞদের দাবি




কুমারীত্ব পুনরুদ্ধারের অ'স্ত্রো'প'চার নিয়ে বিশেষজ্ঞদের দাবি


ভারতের কলকাতার কিছু প্লাস্টিক সার্জনের মতে, মাত্র প্রায় ৪০ মিনিটের একটি ছোট অ'স্ত্রো'পচারের মাধ্যমে নারীদের স'তী'চ্ছদের (হাইমেন) মতো একটি পাতলা আবরণ পুনরায় তৈরি করা সম্ভব। তাদের দাবি, এর মাধ্যমেই অনেক নারী আবার ‘ভা'র্জি'নি'টির মতো অবস্থা’ ফিরে পাওয়ার সুযোগ পান।


সা'র্জনদের ব্যাখ্যা অনুযায়ী, সাধারণভাবে কুমারীত্ব হারানো বলতে স'তী'চ্ছদ ছিঁড়ে যাওয়া বোঝানো হয়। এই অ'স্ত্রো'পচারে যো’’নি’র ভেতরে প্রায় এক ইঞ্চি গভীরে একটি সূক্ষ্ম ঝিল্লি তৈরি করে দেওয়া হয়, যা দ্রুত শুকিয়ে যায় এবং বাইরে থেকে কোনো দাগ বা ক্ষত চিহ্ন থাকে না। তবে অপারেশনের পর কয়েক সপ্তাহ ভারী শরীরচর্চা বা পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।


চিকিৎসকদের ভাষ্যমতে, যৌ'ন সম্পর্ক ছাড়াও নাচ, ব্যায়াম বা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণেও অনেক সময় হাইমেন ছিঁড়ে যেতে পারে। যদিও প্রক্রিয়াটি খুব জটিল নয়, তবুও দক্ষ প্লাস্টিক সা'র্জনের কাছেই এটি করানো উচিত বলে তারা মনে করেন। পাশাপাশি, একান্ত প্রয়োজন ছাড়া এ ধরনের অ'স্ত্রো'পচার না করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,