মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত

 



বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাস্থল ও আশপাশের এলাকা মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে।


জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। বিদেশি কূটনীতিকেরাও এতে অংশ নেন।


বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব জানাজায় ইমামতি করেন। জানাজার আগে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মানুষের অবস্থান লক্ষ্য করা যায়। চারদিকে ছিল মানুষের সারি; তিল ধারণেরও জায়গা ছিল না।


এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারত সরকার। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভারতের শোকবার্তা হস্তান্তর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।


এদিকে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক। পাকিস্তান হাইকমিশন বাংলাদেশ বুধবার তাদের ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।


এর আগে বুধবার সকাল ৯টার দিকে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হয়। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানান।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,