প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

 



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। আগের পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার এক ধাপের পরিবর্তে দুই ধাপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।নির্দেশনায় বলা হয়েছে, দুই ধাপে আবেদন করা সব প্রার্থীর পরীক্ষা আগামী ২ জানুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে। পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৯০ মিনিট সময় ধরে এই নিয়োগ পরীক্ষা চলবে।




ডিপিই মহাপরিচালক আবু নুর শামসুজ্জামানের স্বাক্ষরিত জরুরি নির্দেশনায় পরীক্ষা কেন্দ্র, সময়সূচি ও পরীক্ষার্থীদের জন্য কঠোর বিধিনিষেধ তুলে ধরা হয়েছে। প্রার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।


প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা করা হয়েছে ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ইউজারনেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির তথ্য ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। একই সঙ্গে ফোনে ০১৫১১-৬৬২২৬৬ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র সংক্রান্ত তথ্য জানানো হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে রাখা বাধ্যতামূপরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা কোনো ধরনের কাগজপত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ডিজিটাল বা কমিউনিকেটিভ ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ডিপিই আরও সতর্ক করেছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা অসাধু চক্রের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।লক।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,