হাদির ইনকিলাব মঞ্চের দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা

 



ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির লড়াই–সংগ্রামকে দেশজুড়ে ছড়িয়ে দিতে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর সারাদেশে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ‘শহীদী শপথ পাঠ’ অনুষ্ঠান শেষে এসব কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি এ সময় কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের আহ্বানও জানান।


   

এ ছাড়া, সোমবার (২২ ডিসেম্বর) ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়িত না হলে আগামী ২৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।


আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের সঙ্গে কোনো ধরনের সুশীলতা দেখানো হবে না। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত যুগে যুগে এই লড়াই অব্যাহত থাকবে।


আব্দুল্লাহ আল জাবের আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে এই আন্দোলনে শামিল হবেন এবং একাত্মতা প্রকাশ করবেন।


‎‎শহীদ শরিফ ওসমান হাদির মেঝ ভাই সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ওসমান হাদির হত্যার বিচার না হলে একদিন আপনাদেরও দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হবে। জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি আজ অনেক বেশি শক্তিশালী। এই সরকার কোনোভাবেই হত্যার দায় এড়িয়ে যেতে পারেনা।


কুশল/সাএ

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,