স্থগিত হলো সরকারী নিয়োগ পরীক্ষা

 



সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের একাধিক নিয়োগ পরীক্ষা ও মৌখিক পরীক্ষা স্থগিত বা পুনর্নির্ধারণ করা হয়েছে। 


স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে— সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের মৌখিক পরীক্ষা এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একটি নিয়োগ পরীক্ষার সময়সূচি।

 

সরকারঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, স্থগিত হওয়া এই পরীক্ষা আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে দ্রুতই চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।


এদিকে ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না।


বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের পর তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।


এছাড়াও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, অনিবার্য কারণে শুধুমাত্র ওই দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য তারিখের মৌখিক পরীক্ষা চলমান থাকবে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।


Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,