ঢাকা ৯ জন নিহত

 



শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিদিনই দিন-রাতের অধিকাংশ সময় সড়ক-মহাসড়ক ঢেকে থাকছে ঘন কুয়াশায়। এতে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ, বাড়ছে দুর্ঘটনা। কুয়াশায় ঢাকা সড়কে প্রতিদিনই দেশের কোনো না কোনো প্রান্তে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন সড়কে ঘন কুয়াশার কারণে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার বেশ কয়েকটি ঘটনা ঘটে। এতে অন্তত ৯ জন নিহত হন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রতিনিধিদের পাঠানো খবরে—


ফেনীর সোনাগাজীর ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কে ডাকবাংলা ফিলিং স্টেশনের সামনে গতকাল সকালে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুহাম্মদ ফয়সাল বাদশা নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আবদুল মোতালেব শাহাবুদ্দিনের ছেলে।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহী ফয়সাল ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ট্রাকচাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আদিবাসী পাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ছাত্তার ওরফে দিলীপ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুল ছাত্তার নীলফামারী সদর থানার পুরাতন গরুর হাট এলাকার বাসিন্দা।


খানসামা থানার ওসি আব্দুল বাছেত সরদার জানান, আব্দুল ছাত্তার কুয়াশাচ্ছন্ন রাতে পাকা সড়কের ওপর চলাচলের সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া-শরীয়তপুর সড়কের নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে গতকাল সকাল ৭টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এরশাদ খান (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত এরশাদ খান নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া গ্রামের মেছের খাঁর ছেলে।


প্রত্যক্ষদর্শী জানান, এরশাদ খান বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে নড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথে নড়িয়া প্রাণিসম্পদ অফিসের সামনে একটি সিমেন্টবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান।


নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়া পুকুরস্থ গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় গতকাল সকাল ৭টার দিকে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে একটি বাস। এ ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।


নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের গণি আকন্দের ছেলে ও বাসের হেলপার মুসা আকন্দ এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের হারুন মিয়ার ছেলে বাসযাত্রী জামিল হোসেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে ঠুটিয়া পুকুর বাজারের গড়ের ঈদগাহ মাঠ এলাকায় সিমেন্টবোঝাই ট্রাককে গাইবান্ধাগামী যাত্রীবাহী কাজি পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের হেলপার মুসা আকন্দ ও যাত্রী জামিল হোসেন নিহত হন।


পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার হোসেন বলেন, দুটি মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়। গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।


মানিকগঞ্জের সিঙ্গাইরের বাইমাইল এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে গতকাল ভোরে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। নিহত দুই কিশোর ঢাকার অদূরে আশুলিয়ার সন্দিপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ আলী (১৫) এবং একই এলাকার জাফর আহমেদের ছেলে মিরাজ হোসেন (১৮)।


সিঙ্গাইর থানার উপপরিদর্শক এস এম রাশেদুল ইসলাম জানান, খেজুরের রস খেয়ে বাসায় ফেরার পথে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ওই দুই শিক্ষার্থী নিহত হয়েছে। সকালে কুয়াশার মধ্যে পথ দেখতে অস্পষ্টতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।ঘন কুয়াশার কবলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে পৃথক তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২০ জন। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ১০ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়ের পৃথক তিনটি স্থানে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।


শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীনগরের বেজগাঁও এলাকায়। দ্রুতগতির ‘গোল্ডেন লাইন’ ও ‘সাদ আব্দুল্লাহ’ পরিবহনের দুটি বাসের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। এরপর কুয়াশার তীব্রতা বাড়লে রাত ১টার দিকে লৌহজংয়ের মেদিনীমণ্ডল এলাকায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।


সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীনগরের ছনবাড়ী এলাকায়। সেখানে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পৃথক এই তিনটি ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,