বিএনপি জামায়াত এনসিপির অনেকের প্রার্থিতা বাতিল

 



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করছে নির্বাচন কমিশন (ইসি), যা শেষ হবে আজ রোববার। এরপর আপিল দায়ের, নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনে মনোনয়ন যাচাইয়ের কাজ অব্যাহত ছিল। এদিন বিভিন্ন আসনে যাচাই-বাছাইয়ে বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদের একাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল ও স্থগিতের খবর পাওয়া গেছে।



ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম বাছাইয়ে টিকতে পারেননি। ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হকের মনোনয়ন ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছে। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন বলেন, মোট ভোটারের মধ্যে ৪ হাজার ৩০০ জনের স্বাক্ষর প্রয়োজন ছিল। সেটা ঠিকই ছিল। বরং কিছু বেশি ভোটারের স্বাক্ষর ছিল। তবে যাচাইয়ে দেখা যায়, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে আটজন ঢাকা-৯ আসনের ভোটার। বাকি দুজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচনবিধি অনুযায়ী তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আপিলের সুযোগ আছে।



হলফনামায় মামলার তথ্য গোপন করায় ময়মনসিংহ-৭ আসনে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল ও মামলার তথ্য গোপন করায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাতের মনোনয়ন বাতিল হয়।জামালপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুজিবুর রহমান আজাদী মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাতিলের কারণ হিসেবে নির্ধারিত শর্ত পূরণ হয়নি বলে জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়ন বাতিল হয়।



আয়কর বিষয়ে সমস্যা থাকায় বরিশাল-১ জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খানের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।



দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) বাতিলের আবেদনের কপি জমা দিলেও আবেদন গৃহীত হওয়ার প্রমাণপত্র না থাকায় শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর মনোনয়ন আপাতত স্থগিত করা হয়েছে।



হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকায় চাঁদপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবদুল মোবিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে আমি বিচলিত নই। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।



যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় সিলেট-২ আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াসের মনোনয়ন বাতিল করা হয়েছে।



দ্বৈত নাগরিকত্ব বাতিল সংক্রান্ত তথ্যের ঘাটতি থাকায় সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এদিকে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য সিলেট-৪ আসনে এসসিপির প্রার্থী রাশেল উল আলম মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়ন দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে এবং বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন আয়কর সংক্রান্ত কাগজপত্রের সমস্যার কারণে আপাতত স্থগিত করা হয়েছে।



চট্টগ্রাম-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষর মিল না থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এস এম ফজলুল হক ও শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়।



ময়মনসিংহ-৬ আসনে মনোনয়নপত্রে বিএনপি মনোনীত কথা উল্লেখ করলেও দলীয় মনোনয়নপত্র দাখিল না করায় সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। ময়মনসিংহ-৫ আসনে দলের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষরে মিল না থাকা ও আয়কর রিটার্নে আয়-ব্যয়ের তথ্য না থাকায় এবি পার্টির প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।



শেরপুর-১ আসনে জাতীয় পার্টির মাহমুদুল হক মনি ও খেলাফত মজলিসের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সাতক্ষীরা-১ আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ রেজাউল করিমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় উচ্চ আদালত থেকে খালাস পাওয়া সংক্রান্ত রায়ের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন না হওয়ায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,