সীমান্তের ১৮ ফাঁকফোকর দিয়ে ঢুকছে আগ্নেয়াস্ত্র

 



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারা দেশেই অবৈধ আগ্নেয়াস্ত্রের চাহিদা ও ব্যবহার দুটিই বেড়েছে। ভোটগ্রহণের আগে ও পরে এসব অস্ত্র পেশিশক্তি প্রদর্শনের পাশাপাশি ব্যবহার হতে পারে খুনোখুনিতেও। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে ভারী অস্ত্র এবং পশ্চিম সীমান্ত দিয়ে তুলনামূলক ছোট আগ্নেয়াস্ত্র ঢুকছে। নিরাপত্তা সংশ্লিষ্টদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা উসকে দিতে এসব অস্ত্র দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সবমিলিয়ে জাতীয় নির্বাচনের আগে এ ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র আতঙ্কের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।



শুধু সীমান্তের ফাঁক গলিয়েই নয়; দেশের ভেতরেও অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। যেখানে ওয়ান শুটার গান ও পিস্তলের মতো আগ্নেয়াস্ত্র তৈরি হতো। ওই ধরনের আরও কারখানা থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচনের আগে দেশের ভেতরে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সারা দেশে পুলিশের মাঠপর্যায়ের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী অভিযানও চলছে। পাশাপাশি সীমান্ত দিয়ে যাতে অস্ত্র ঢুকতে না পারে, সেজন্য সীমান্তের নির্দিষ্ট কিছু পয়েন্টে বিজিবি কঠোর নজরদারি করছে। তা ছাড়া পুরো সীমান্ত এলাকাতেই নজরদারি জোরদার করা হয়েছে।



পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সম্প্রতি অপরাধ পর্যালোচনা সভায় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। এই ধরনের অস্ত্রের পাশাপাশি থানা ও পুলিশ স্থাপনা থেকে লুট হওয়ার পর এখনো উদ্ধার না হওয়া অস্ত্র-গুলির বিষয়টিও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অস্ত্র উদ্ধারে দেশের সব পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।ফেজ-২ তে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।



গত সোমবার সারা দেশের মাঠ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, থানা থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়াতে হবে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সরকার ঘোষিত পুরস্কার সম্পর্কে ব্যাপক প্রচার করতেও নির্দেশ দেন তিনি।



পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে ‘ডেভিল’ গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারেও জোর দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত এই অভিযানে বিভিন্ন ধরনের ১৫৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।



নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের সর্বশেষ চিত্র সম্পর্কে জানতে চাইলে পুলিশপ্রধান বাহারুল আলম গতকাল সন্ধ্যায় কালবেলাকে বলেন, ‘পুলিশ তার অন্যান্য নিয়মিত কাজের সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পুলিশের খোয়া যাওয়া অস্ত্রের মধ্যেও অনেকগুলো উদ্ধার হয়নি এখনো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরস্কারের ঘোষণা দিয়েও খুব একটা সাড়া পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে অবৈধ অস্ত্রগুলো যেন আমরা দ্রুততম সময়ে উদ্ধার করতে পারি, সেই চেষ্টা পুলিশের সব ইউনিট করছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও অস্ত্র উদ্ধারে বিশেষ মনোযোগ দিয়েছেন।’



খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আরও থাকার শঙ্কা: খুলনা শহরের জোড়াগেট এলাকায় সম্প্রতি অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পায় পুলিশ। গত ১৩ ডিসেম্বর খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।



কেএমপির উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সেদিনের অভিযানে উদ্ধার করা যন্ত্রাংশগুলো একত্র করলে ৩০টির মতো আগ্নেয়াস্ত্র তৈরি করা সম্ভব। উদ্ধার করা যন্ত্রাংশের মধ্যে ওয়ান শুটার গান ও পিস্তলের বিভিন্ন অংশ ছিল।



এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এসব অস্ত্রের যন্ত্রাংশ প্রস্তুতের পাশাপাশি ফিনিশিংয়ের জন্য কারখানাটির একটি আলাদা অংশ ছিল। সেখানে যন্ত্রাংশের কাজ শেষ করে পূর্ণাঙ্গ ওয়ানশুটার গান ও পিস্তল তৈরি করা হতো। পুলিশের ধারণা, এ ধরনের আরও অবৈধ অস্ত্র তৈরির কারখানা থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন কালবেলাকে বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ডেভিল হান্ট ফেজ-২ তে অবৈধ অস্ত্র উদ্ধার করা মেইন ফোকাস (প্রধান মনোযোগ)।’



সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্তে অস্ত্রের চোরাচালান রোধে বিজিবি কাজ করছে। বিজিবির সঙ্গে আমাদের নিয়মিত গোয়েন্দা তথ্য বিনিময় হয়।’


কালবেলা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,