৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আজ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) কয়েকটি জাতীয় দৈনিকে এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায়।
মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে।
এ গণবিজ্ঞপ্তিতে বয়স গণনার সময় নির্ধারণ করেছে এনটিআরসিএ। গত বছরের জুন মাস থেকে বয়স হিসাব করা হবে বলে জানা গেছে।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স গণনা করা হয়েছিল ২০২৫ সালের ৪ জুন থেকে।সপ্তম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও একই তারিখ থেকে বয়স গণনা করা হবে। এ ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
এদিকে প্রকাশিত হতে যাওয়া সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে সুপারিশ প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, সপ্তম গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ উল্লেখ করতে পারবেন। এর বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগে আগ্রহী প্রার্থীদের জন্য রাখা হয়েছে ‘আদার অপশন’, যেখানে ইচ্ছা অনুযায়ী সম্মতি বা অসম্মতি জানানো যাবে।
এর আগে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ দেওয়ার সুযোগ পেতেন। তবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমিয়ে সাতটিতে নামিয়ে আনা হয়েছে।

Comments
Post a Comment