জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

 



ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।



সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর হুমকি দিয়ে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র তার কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে।



তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাহরিমা জামান সুরভী ওই চক্রের নেতৃত্বে ছিলেন। একই চক্র ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলেও দাবি করা তৎকালীন সময়ে মামলার বিবরণ উল্লেখ করে আরও বলা হয়েছিল, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির হুমকির পাশাপাশি ‘সমঝোতা’ করে দেওয়ার আশ্বাসে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়।



তবে মামলার নথিপত্র পর্যালোচনায় ভিন্ন তথ্য পাওয়া গেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর সঙ্গে মামলার বাদীর দাখিল করা এজাহারের পুরোপুরি মিল নেই। মামলাটি ২০২৫ সালের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।


কালবেলা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুনহয়।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,