বেগম জিয়াকে ভুল চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল: রিজভী

 



সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন। এটা গোটা জাতির কাছে একটি প্রশ্ন।শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে পৃথক বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


রুহুল কবির রিজভী বলেন, তিনি যে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন। বেগম খালেদতা জিয়া যে আদর্শ, নৈতিকতা, অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ এতো উঁচু মাত্রার বৈশিষ্ট্য ধারণ করে- আমরা তার দেকানো পথ ধরেই আমরা এগিয়ে যাবো। তার দেখানো পথে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারবো, দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো। 


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মহীয়সী নেত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছিল ফ্যাসিস্টরা। সেই কারাগারের মধ্যেই চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। তার চিকিৎসা দিতে দেওয়া হয়নি। তার ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তার খাওয়া এবং অন্যান্য কিছুতেই সন্দেহ রয়ে গেছে। কেন এই নেত্রী তিলে তিলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হলেন। এটা গোটা জাতির কাছে একটি প্রশ্ন। এর মধ্যে অশুভ কারসাজি এর মধ্যে দেশনেত্রী। বেগমজিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে।জেলখানায় পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না করে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। ডিজিএফআই ও এনএসআই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের নজরে রাখত এবং হুমকি দিত।


রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়া নেতৃত্বে থাকার কারণেই এত চেষ্টার পরও বিএনপিকে নিঃশেষ করতে পারেনি আওয়ামী লীগ।


ইত্তেফাক/এমএস

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,