Posts

Showing posts from September, 2025

এমপিওভুক্ত ৫ লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জন্য বড় সুখবর

Image
  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ১৩ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করেছেন। গত বছরের ২২ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ৬ মাসের মধ্যে অবসরকালীন সুবিধা প্রদানের নির্দেশ দেন হাইকোর্ট।  বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। ওই রায়ে আদালত বলেন, শিক্ষকদের রিটায়ারমেন্ট বেনিফিট (অবসরকালীন সুবিধা) পেতে বছরের পর বছর ঘুরতে হয়। এই হয়রানি থেকে তারা কোনোভাবেই পার পান না। একজন প্রাথমিকের শিক্ষক কত টাকা বেতন পান, সেটাও বিবেচনায় নিতে হবে। এ জন্য তাদের অবসর ভাতা ৬ মাসের মধ্যে দিতে হবে। এই অবসর ভাতা পাওয়ার জন্য শিক্ষকরা বছরের পর বছর দ্বারে দ্বারে ঘুরতে পারেন না বলেও মন্তব্য করেন আদালত। Countdown Timer 00:01

ইউএনওর মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

Image
  ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের করা প্রতারণা মামলায় বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইমদাদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে অধ্যক্ষ ইমদাদুল হককে গ্রেপ্তার করে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়। এর আগে রবিবার রাতে হালুয়াঘাট থানায় ইমদাদুল হককে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে ইউএনওর পক্ষে প্রতারণা ও জালিয়াতির মামলা করেন উপজেলা প্রশাসনে কর্মরত সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. আবুল হাসনাত রনি।  উপজেলার ধুরাইল ইউনিয়নে অবস্থিত বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজটি ১৯৯৯ সালে স্থাপিত হয়। ২০১০ সালে নিম্নমাধ্যমিক ও ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এমপিওভুক্ত হয়। অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খানের স্বাক্ষর জাল করে পাঁচজন শিক্ষক ও একজন কর্মচারীর এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের পরিচালকের কাছে আবেদন করেন। আবেদনে যাদের নাম দেওয়া হয় তারা হলেন, প্রভাষক মোহাম্মদ খায়রুল ইসলাম, মোস্তফা হাসান, মো. ফারুক খান, বিউটি রানী সরকার, মোছা. শেফালী খাতুন ও অফিস সহায়ক রিফাত হাসান। খবরটি ইউ...

হাইকোর্টে স্থগিত হয়ে গেল ডাকসু নির্বাচন 

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।  সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে, নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে। প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ২৮ জন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অপরদিকে, বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম...